×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-০৫, সময় - ১১:৪১:৫৬

ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার রাজাধানী জাকার্তা। বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (৩ মার্চ) থেকে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত পর্যন্ত ৩ মিটারের সমপরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনো থেমে থেমে চলছে বর্ষণ। বৃষ্টিপাতের কারণে জাকার্তার বেশ কয়েকটি সড়ক এবং এক হাজারেরও বেশি ঘর-বাড়ি ডুবে গেছে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর।

অনেক এলাকায় শুরু হয়েছে বিদ্যুৎ সংকট। ঘর-বাড়ির পাশাপাশি অনেক এলাকায় ডুবে গেছে হাসপাতালসহ অন্য জরুরি পরিষেবাকেন্দ্রও।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...