×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-০৫, সময় - ১০:০৮:২৭ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। হেনস্তার শিকার ছাত্রী এ বিষয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ এবং পরে শাহবাগ থানায় মামলা করার পর বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় আসিফকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে হেনস্থার শিকার হয়েছিলেন ওই ছাত্রী। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্তকে শনাক্ত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ওই ব্যক্তি ছাত্রীটিকে তাঁর পোশাক নিয়ে রাস্তায় হেনস্তা করেন। ছাত্রীটি এ নিয়ে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন এবং পরে প্রক্টর অফিসে অভিযোগ করেন। পরে বিকেলে শিক্ষার্থীরা অভিযুক্তকে শনাক্ত করে প্রক্টর অফিসে নিয়ে আসে। এ সময় ওই ব্যক্তি ছাত্রীটিকে হেনস্তার করার কথা স্বীকার করে। পরে তাঁকে শাহবাগ থানায় পাঠানো হয়।
