×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৯-২৩, সময় - ০৭:০৪:৩৪

সোমবার গাজা ও পশ্চিম তীরের মধ্যে চিকিৎসা করিডর পুনরায় চালুর আহ্বান জানিয়েছে ডজনখানেক পশ্চিমা দেশ। তারা জানিয়েছে, গাজার রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা, চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম পাঠাতে প্রস্তুত তারা।

অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন ও পোল্যান্ডসহ প্রায় দুই ডজন দেশ এ বিবৃতিতে সই করেছে। তবে যুক্তরাষ্ট্র এতে স্বাক্ষর করেনি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ইসরায়েলকে অনুরোধ করছি গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে।’

 

 
 

কিছু গাজাবাসীকে আরব ও ইউরোপীয় দেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। তবে এটি একেবারেই অপ্রতুল।

 

সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, মে মাসে অবরোধ আংশিক শিথিল হওয়ার পরও গাজায় প্রয়োজনীয় সহায়তা, বিশেষ করে ওষুধ, অল্প পরিমাণে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, গাজার স্বাস্থ্যব্যবস্থা এখন ভেঙে পড়ার মুখে। ইসরাইল দাবি করছে, তারা যথেষ্ট পরিমাণ খাদ্য ও সরঞ্জাম প্রবেশের অনুমতি দিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে ব্রিটেন ও ফ্রান্স সম্প্রতি জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে অবস্থান নিয়েছে, যদিও ওয়াশিংটন এর বিরোধিতা করেছে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...