×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৯-২১, সময় - ০৪:৩৪:০৮
আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠের বাগরাম বিমানঘাঁটি ফেরত চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে তালেবানের যোদ্ধারা যখন কাবুল ঘিরে ফেলে তখন ঘাঁটি থেকে দ্রুত পালিয়ে যায় মার্কিন সেনারা।
চার বছর পর এ ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা করছেন ট্রাম্প। রোববার তিনি হুমকি দিয়েছেন, যদি আফগানিস্তান এ ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয় তাহলে খারাপ কিছু হবে। তিনি বলেছেন, এটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। তাই তাদের হাতেই এটি তুলে দিতে হবে।
যুক্তরাষ্ট্র মূলত আফগানিস্তানের সঙ্গে আলোচনা ও চুক্তির মাধ্যমে বাগরাম ঘাঁটি ফেরত নিতে চাচ্ছে। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাইসউদ্দিন ফিত্রাত জানিয়েছেন, কোনো চুক্তির বিনিময়ে আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও দেওয়া হবে না।
তিনি বলেছেন, “কিছু মানুষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে এই ঘাঁটি ফেরত নিতে চায়। কিছু মানুষ সম্প্রতি বলেছে বাগরাম ঘাঁটি ফেরত নিতে তারা আফগানিস্তানের সঙ্গে আলোচনা শুরু করেছে। আফগানিস্তানের এক ইঞ্চি মাটির বিনিময়েও কোনো চুক্তি সম্ভব নয়। আমরা এমন চুক্তি চাই না।”
 
পরে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে আফগান সরকার সতর্কতা দিয়ে বলেছে, “আফগানিস্তানের স্বাধীনতা এবং ভূখণ্ডের অখণ্ডতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”
চীনের খুব কাছাকাছি হওয়ায় এ ঘাঁটি হারানোর ব্যাপারে আগে একাধিকবার হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। তবে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি ঘাঁটি ফেরত দেওয়ার দাবি করেন। এরপর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ২০২০ সালে তালেবানের সঙ্গে চুক্তি করেছিল তৎকালীন ট্রাম্প প্রশাসন। এরপর ২০২১ সালে জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যান। ওই বছরের জুলাইয়ে আফগান যোদ্ধারা কাবুলের দিকে অগ্রসর হলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তখন ঘাঁটি ছেড়ে পালিয়ে যান যুক্তরাষ্ট্রের সেনারা।
ওই ঘাঁটি থেকে তারা চলে যাওয়ার পর আফগানিস্তানের সেনাবাহিনী ভেঙে পড়ে। তারা তালেবানের বিরুদ্ধে আর কোনো প্রতিরোধই গড়তে পারেনি।
ট্রাম্প বলেছেন, বারগাম ঘাঁটি তারা ফেরত চান। এ ব্যাপারে আফগানিস্তানের সঙ্গে আলোচনা চলছে।
যদি আফগানিস্তান ঘাঁটি ফেরত না দেয় যুক্তরাষ্ট্র কি সামরিক পদক্ষেপ নেবে কি না? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, আপনারা দেখতে পারবেন আমি কি করতে যাচ্ছি।
সুত্র-  এএফপি

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...