×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-০৯, সময় - ০৩:৫৭:৫৮বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাগুরায় ঘটা ধর্ষণের ঘটনা মানবতাকে ছুরিকাঘাত করেছে। অভিযুক্তদের নৈতিক শিক্ষার অভাবে এমন পাশবিকতা হয়েছে। রবিবার ( ৯ মার্চ) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব বলেন।
বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘মাগুরার ধর্ষণের ঘটনা মানবতাকে ছুরিকাঘাত করেছে। অভিযুক্তদের নৈতিক শিক্ষার অভাবে এমন পাশবিকতা হয়েছে। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবার আগে শিক্ষা সংস্কার করা হবে। নৈতিক শিক্ষার প্রসার বাড়াবে।’
