×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০২-২৫, সময় - ১১:৫৪:৫৭

ফুসফুসে নিউমোনিয়া নিয়ে গুরুতর অসুস্থ পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার ‘কিছুটা উন্নতি’ হয়েছে বলে জানিয়েছে। খবর: এএফপি।

হাঁপানি, নিউমোনিয়া, রক্তের জটিলতাসহ আরো বেশকিছু শারীরিক জাটিলতা নিয়ে তিনি ১১ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

৮৮ বছর বয়সী পোপের স্বাস্থ্য নিয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভ্যাটিকান তার সন্ধ্যার বুলেটিনে বলেছে, ‘পবিত্র পিতার গুরুতর অবস্থার সামান্য উন্নতি দেখা যাচ্ছে।

এতে বলা হয়, আজ হাঁপানির কারণে শ্বাসযন্ত্রের কোনো সমস্যা দেখা দেয়নি, কিছু পরীক্ষায় উন্নতি দেখা গেছে। ফ্রান্সিস সকালে ইউক্যারিস্ট (খ্রিস্টান ধর্মীয় পবিত্র ভোজনোৎসব যার মাধ্যমে যিশুর অন্তিম সায়মাশ বা লাস্ট সাপারকে স্মরণ করা হয়) গ্রহণের পর বিকেলে কাজ করেছেন।’

ফ্রান্সিসের মেডিকেল টিম জানিয়েছে, তিনি যে ওষুধে চিকিৎসা নিচ্ছেন তা কতটুকু কার্যকর হচ্ছে তা দেখা যেতে সময় লাগবে। শুক্রবার তারা জানান, তিনি অন্তত পুরো সপ্তাহ হাসপাতালে থাকবেন।

শনিবার সকালে দীর্ঘ সময় ধরে শ্বাসকষ্টের পর ফ্রান্সিসের আর কোনো শ্বাসকষ্ট হয়নি। তবে ভ্যাটিকান সিটির কেন্দ্রীয় গভর্নিং বডি হলি সি এক আপডেটে জানিয়েছে, তিনি নাকের ক্যানুলার মাধ্যমে ‘উচ্চ-প্রবাহ’ অক্সিজেন গ্রহণ করছেন।

এক বিবৃতিতে বলা হয়, পোপের রক্তে প্লাটিলেটের সংখ্যা অস্বাভাবিক নেমে যাওয়ায় ‘থ্রম্বোসাইটোপেনিয়া’ দেখা দেওয়ায় তাঁর শরীরে দুই ইউনিট ‘লোহিত রক্তকণিকা’ দেওয়া হয়। পরবর্তীতে তাঁর অবস্থা স্থিতিশীল হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তবে, কিছু রক্ত পরীক্ষায় প্রাথমিক, হালকা, কিডনি ব্যর্থতা দেখা গেছে, যা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

পোপ ফ্রান্সিসকে ১৪ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট নিয়ে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তার ব্রঙ্কাইটিস ধরা পড়ে। পরে উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়লে শনিবার রাতে, ভ্যাটিকান প্রথমবারের মতো তার অবস্থা ‘সংকটাপন্ন’ বলে সতর্ক করে।

পরবর্তীতে রবিবার ভ্যাটিকান বলেছে, ‘পবিত্র পিতার অবস্থা এখনও সংকটজনক, তবে, গতকাল সন্ধ্যা থেকে তাঁর আর কোনো শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়নি।’


নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...