×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১০, সময় - ১১:০৯:৩৮

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে গ্রামবাসীর ধাওয়ায় নিখোঁজ ৩ জেলের লাশ ধনু নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে খালিয়াজুরীর লেপসিয়া নৌ-পুলিশ ও ময়মসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা অভিযান চালিয়ে ধনু নদীর নাওটানা অংশ থেকে ওই ৩ জনের লাশ উদ্ধার করে। খালিয়াজুরীর লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করছেন।

নিহতরা হলেন— মদন উপজেলার বাগজান গ্রামের রোকন মিয়া (৪৮), আটপাড়া উপজেলার স্বরমুসিয়া গ্রামের শহীদ মিয়া (৬০) ও কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি এলাকার হৃদয় মিয়া (২২)।

এদিকে, মদন উপজেলার ইয়াসিন (১৯) নামে এক যুবক এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...