×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৬-১৩, সময় - ১৩:৪৬:১২

ভারতের গুজরাটের আহমেদাবাদে বৃহস্পতিবার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এতে ২৪২ আরোহী ছিলেন। এই বিমানে করে প্রথমবারের মতো নিজের স্বামীর কাছে যাচ্ছিলেন খুশবু রাজপুরোহিত নামে এক নারী। তবে বিমান দুর্ঘটনায় মুহূর্তেই শেষ হয়ে গেছে সব।

খুশবু রাজস্থানের বালোতারা বিভাগের আরাবা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মদন সিং রাজপুরোহিতের মেয়ে। অপরদিকে তার স্বামী লন্ডনে পড়াশোনা করেন। গত জানুয়ারিতে তার বিয়ে হয়। তিনি তার স্বামীর সঙ্গে প্রথমবারের মতো দেখা করতে লন্ডনে যাচ্ছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের ১১ ব্যক্তি ওই বিমানটিতে ছিলেন। যার মধ্যে দুজন যুক্তরাজ্যে শেফ হিসেবে কাজ করতে যাচ্ছিলেন।

- এনডিটিভি

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...