সতীর্থের গোলে অবদান রেখে এবং পরক্ষণেই নিজে দারুণ একটি গোল করে দলকে
পথ দেখালেন মোহামেদ সালাহ। বিরতির আগে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুলল
আতলেতিকো মাদ্রিদ। শেষ দিকে আরেকবার জালে বল পাঠাল তারা। তবে আটকাতে পারল
না লিভারপুলকে।
নাটকীয় লড়াইয়ে শেষদিকে অধিনায়কের গোলে রোমাঞ্চকর জয় তুলে নিল আর্না স্লটের দল।
অ্যানফিল্ডে বুধবার রাতে ৩-২ গোলে জিতেছে লিভারপুল। অ্যান্ডি
রবার্টসনের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ।
মার্কোস ইয়োরেন্তের জোড়া গোলে পয়েন্ট পাওয়ার আশা জাগায় আতলেতিকো। কিন্তু
শেষ সময়ে তাদের আশা গুঁড়িয়ে দেন ভার্জিল ফন ডাইক।
ম্যাচ শুরুর ছয় মিনিটের মধ্যেই দুবার জালে বল পাঠায় লিভারপুল এবং দুটি গোলেই জড়িয়ে দলটির তারকা স্ট্রাইকার সালাহর নাম।
এ জাতীয় আরো খবর..