বায়ার্ন মিউনিখ গোল করছিল, আর সেগুলোর রিপ্লে ট্যাবে দেখছিলেন
এন্টসো মারেস্কা। চেলসি কোচ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না।
ইউরোপ সেরার মঞ্চে এমন শিশুতোষ ভুল করছে তার দল! সেগুলোর মাশুল দিয়েই
বায়ার্নের বিপক্ষে হেরেছে চেলসি।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জিতেছে বায়ার্ন।
আত্মঘাতী গোলে শুরুতেই এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। সফল স্পট
কিকে হ্যারি কেইন ব্যবধান দ্বিগুণ করার পর একটি গোল শোধ করেন কোল
পালমার। দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসির বাজে রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে দলের
তৃতীয় গোলটি করেন কেইন।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায়
বায়ার্ন। ডান দিক থেকে মাইকেল ওলিসের ক্রসে দায়ত উপামেকানোর চাপের মুখে
নিজেদের জালেই বল পাঠিয়ে দেন চেলসির ট্রেভো শ্যালাবা।
এ জাতীয় আরো খবর..