×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৩, সময় - ০৭:৪২:৩৮৫৩ বছর পর রাজনীতিতে নতুন করে আলোচনায় স্থান পেয়েছে গণপরিষদ নির্বাচন। তবে বিষয়টি নিয়ে রাজনীতির মাঠে আছে দ্বিধাবিভক্তি। পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা। নতুন দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি পক্ষে থাকলেও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি।
অবশ্য স্বাধীন বাংলাদেশে গণপরিষদ বিষয়টি কিন্তু নতুন নয়। মূলত সংবিধান রচনা করতে যে কমিটি গঠন করা হয় তাকে গণপরিষদ বলে। দেশের ৫৪ বছরের ইতিহাসে তা একবারই গঠিত হয়েছিলো ১৯৭২ সালের ২৩ মার্চ। ১৯৭০ সালের প্রাদেশিক ও জাতীয় নির্বাচনে জয়ী প্রতিনিধিরা ছিলেন এর সদস্য।
বর্তমানে গণপরিষদ ইস্যু নিয়ে আলোচনার সূত্রপাত ৫ আগস্টের পর সংবিধান পরিবর্তনের দাবি থেকেই। ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও গণপরিষদ নির্বাচনের দাবি তোলা হয়।
নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম এ বিষয়ে বলেন, রাজনৈতিক ঐক্যমত হলে, নির্বাচিত কিংবা অনির্বাচিত- দু প্রক্রিয়াতেই গঠন করা যায় এটি।
