×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৪, সময় - ১১:২৫:২৩লিওনেল মেসি খেলবেন বলে প্রতীক্ষায় ছিলেন জ্যামাইকার দর্শকরা। শেষ পর্যন্ত তাদের চাওয়া পূরণ হয়েছে। বদলি নেমে গোলও করেছেন আর্জেন্টাইন তারকা। যাতে ক্যাভালিয়েরের বিপক্ষে অনায়াসে জিতে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।
ক্যাভালিয়ারের বিপক্ষে প্রথম লেগসহ মায়ামির শেষ তিনটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল মেসিকে। এদিন শুরু তাই বেঞ্চ বসেছিলেন তিনি। মেসি মাঠে নামেন ৫৩ মিনিটে , যা কিংসটনের ন্যাশনাল স্টেডিয়ামের দর্শকদের আনন্দিত করে।
