×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৪, সময় - ১১:২২:১০ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জন্য ২২ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কাজ করে এমন একটি ক্যাম্পাস কর্মী গোষ্ঠী বলছে, মোট ২২ জন শিক্ষার্থীর ডিগ্রি স্থগিত, বহিষ্কার বা বাতিল করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলো থেকে বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করার দাবি জানিয়ে গত বছর একটি একাডেমিক ভবন দখল করেছিলেন শিক্ষার্থীরা। এই পদক্ষেপের কারণে ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
