×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৪, সময় - ১১:১৯:৪১বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, রোহিঙ্গারা দেশে ফিরে যেতে চায়। এটি তাদের অধিকার, তারা বঞ্চনার শিকার।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, খাদ্য সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গারা ঝুঁকির মধ্যে রয়েছে।
