×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৫, সময় - ০৯:৫৯:০৩সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা এবার কনটেন্ট যাচাইয়ের জন্য নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে। এতদিন প্ল্যাটফর্মের তথ্য যাচাইয়ে তৃতীয় পক্ষের ফ্যাক্ট চেকিং ব্যবস্থা ব্যবহার করা হতো। তবে এবার সেই ব্যবস্থা বদলে ‘কমিউনিটি নোটস’ নামের একটি নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে।
প্রথম ধাপে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস-এ যুক্তরাষ্ট্রে এটি চালু হবে। মেটার দাবি, এই নতুন পদ্ধতিতে ব্যবহারকারীরাই যাচাই করা তথ্য যুক্ত করতে পারবেন। যা পরবর্তীতে কনটেন্ট মডারেশনের কাজে ব্যবহৃত হবে।
‘কমিউনিটি নোটস’ কী এবং কীভাবে কাজ করবে?
নতুন এই পদ্ধতিতে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী কোনো পোস্ট বা তথ্যের সত্যতা যাচাই করে সেখানে সংশ্লিষ্ট ব্যাখ্যা বা নোট সংযুক্ত করতে পারবেন।
ফ্যাক্ট-চেকারদের পরিবর্তে সাধারণ ব্যবহারকারীরা তথ্য যাচাই করতে পারবেন।
নোটসের মাধ্যমে পোস্টের নির্ভরযোগ্যতা যাচাই করা হবে।
ব্যবহারকারীরা পোস্টের তথ্য সম্পর্কে মতামত বা ব্যাখ্যা দিতে পারবেন।
মেটার বিশেষ অ্যালগরিদম এই নোটগুলোর প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করবে।
এটি মূলত এক্স (পূর্ববর্তী টুইটার) প্ল্যাটফর্মের ২০২১ সালে চালু করা ‘কমিউনিটি নোটস’ ফিচারের মতো।
