×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৬, সময় - ১১:০৩:৩৯বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবনের সাজা বহাল রেখেছেন আদালত। রবিবার( ১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন ও নূর মোহাম্মদ আজমী এ বিষয়ে বলেন, ‘দণ্ডিতদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।’
রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হলে হাইকোর্ট বিস্তারিত পর্যবেক্ষণ জানা যাবে বলেও জানান তারা।
