×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০২-১৪, সময় - ০৯:৫০:৫৬গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারণা আছে বিশ্ব ইজতেমায় হামলা হতে পারে, আমরা বিষয়টিকে উড়িয়ে দিচ্ছি না। এ নিয়ে কাজ করছি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন তিনি।
তিনি বলেন, ‘এটি হয়তো ধর্মপ্রাণ মুসল্লিদের ভয় দেখানোর জন্য, যাতে লোকজন না হয়, সে কারণেও হতে পারে। আমি অনুরোধ রাখব, ভয় পাওয়ার কিছু নেই, চারদিকে লোক আছে, আমরা প্রহরা রেখেছি, চেকপোস্ট রেখেছি, সিসি ক্যামেরা রেখেছি এবং ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি।’
‘তবে একটি কাজ আমরা করতে চাই, রাস্তাগুলো খালি রাখতে চাই। যদি কোনো ঘটনা ঘটে, এটি আমরা মাথা থেকে ফেলে দিচ্ছি না। আমরা যেন দ্রুত ইভাকুয়েট করতে পারি, ইন্টারভিন করতে পারি, সেই ব্যবস্থা সতেজ রাখতে চাই’, বলেন পুলিশের এই কর্মকর্তা।
নাজমুল করিম খান বলেন, ‘এটি বিশ্বের দ্বিতীয় সমাবেশ। আজ জুমার দিন, পাশাপাশি শবে বরাত। তাই আজকের দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। এ কারণে আজ এখানে প্রচুর মুসল্লি সমবেত হবেন। তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সবার। আশা করি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না।’
এসময় তাবলিগের সূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে সৈয়দ ওসামা ইসলাম বলেন, ‘যে মেসেজগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে সেগুলো গুজব। আমরা গুজবে কান দেবো না।’
