×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-০২, সময় - ০৯:৪৭:৫৫গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এতে থাকা অন্তত ৩১৭ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, গাজামুখী ত্রাণবাহী ৪৪টি জাহাজের মধ্যে একটি ছাড়া বাকি সবগুলো আটক করা হয়েছে। আটক হওয়া স্বেচ্ছাসেবীদের মধ্যে স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ৩৭টি দেশের নাগরিক রয়েছেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, আটককৃতদের আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।
ট্র্যাকারের তথ্যমতে, মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল। তবে উপকূল থেকে মাত্র ৯.৩ নটিক্যাল মাইল দূরে থাকতেই এর সিগন্যাল হারিয়ে যায়।
আয়োজক সংগঠন জানায়, বহু বছরের ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ করতে তারা গাজা অভিমুখে যাচ্ছিলেন। কিন্তু ইসরায়েলি নৌবাহিনী হঠাৎ করে তাদের ঘিরে ফেলে।
অ্যাক্টিভিস্টদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী জ্যামিংয়ের মাধ্যমে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি যুদ্ধজাহাজ বহরের কাছে গিয়ে দিক পরিবর্তনের নির্দেশ দিচ্ছে।
সংগঠনটি আরও জানায়, আমরা এখন ইসরায়েলি সেনাদের হামলার শিকার। আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটকে দেওয়া হচ্ছে। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে, সামরিক বাহিনী জাহাজে প্রবেশ করেছে।
সূত্র: আনাদোলু
