×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৬, সময় - ০৮:২২:০৮পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় দেশটির আধা-সামরিক বাহিনীর অন্তত পাঁচ সৈন্য নিহত হয়েছেন। বেলুচিস্তানের স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) রবিবার (১৬ মার্চ) ওই হামলা চালিয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
কয়েক দিন আগে বেলুচিস্তান প্রদেশে ট্রেন ছিনতাইয়ের পর যাত্রীদের ৩৬ ঘণ্টা ধরে জিম্মি করে রাখার সঙ্গে জড়িত একই গোষ্ঠীটি আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে ওই হামলা চালিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের নোশখি জেলায় আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি গোষ্ঠী।
নোশখি জেলার একটি মহাসড়কে আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে বিস্ফোরক বোঝাই ট্রাক চালিয়ে দিয়েছেন বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা। এতে পাঁচ সৈন্য নিহত হয়েছেন। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হাশিম মোমান্দ বলেছেন, হামলায় আধা-সামরিক বাহিনীর ৩০ জনেরও বেশি সদস্য আহত হয়েছেন।
