×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৬, সময় - ০৮:২০:১৪বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে জুলাই গণঅভ্যুত্থানসহ স্বৈরাচার আওয়ামী আমলের সব হত্যা-নির্যাতনের বিচার অবশ্যই করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে ‘বিএনপি আমার পরিবারের’ আয়োজনে গুম-খুন-হত্যা-নির্যাতনে পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘আগামী দিনে যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন, তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি থাকতে হবে, সেটি হলো যে মানুষগুলো এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদের হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যাদের ওপর অন্যায় করা হয়েছে, অবশ্যই সেই অন্যায়ের বিচার করতে হবে।’
দেশের প্রতিটি মা-বোন-কন্যার নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারকে শিগগির ব্যবস্থা নিতে হবে: তারেক রহমান
‘যেকোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচারগুলো হতে হবে। কারণ আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয় হয়ত দেশে আবারও অন্যায় সংঘটিত হতে পারে,’ বলেন তিনি।
তারেক বলেন, ‘এসব অন্যায়ের বিচার হওয়ার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ন্যায়বিচার দেওয়ার মাধ্যমে পুরো দেশের কাছে, দেশের মানুষের কাছে এটি প্রতিষ্ঠিত করা খুবই জরুরি যে, অন্যায়কারী অন্যায়কারী এবং যে অন্যায় করবে, ন্যায়ের বিরুদ্ধে যে যাবে তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।’
