×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৭, সময় - ০৭:৫৯:২৩

মেট্রোরেল পুলিশ সদস্যদের বিরুদ্ধে সহকর্মীদের মারধরের অভিযোগে সোমবার (১৭ মার্চ ) সকালে কর্মবিরতি  করেছেন মেট্রোরেলের একদল কর্মী। তবে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল করেছে। অন্তত দুটি স্টেশনে মেট্রোরেলের কোনো কর্মীকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। অবশ্য এসময়ে যাত্রীদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ করে দিতে দেখা গেছে।

মিরপুর ১০ এবং সচিবালয় স্টেশনে কয়েকজন আনসার সদস্য ছাড়া কোনো কর্মীকে দেখা যায়নি।

একজন যাত্রী জানান, সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ স্টেশনে গেট খোলা ছিল এবং যাত্রীরা তাদের কার্ড ছাড়াই সেগুলো ব্যবহার করছিলেন।

পরে কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় আড়াই ঘন্টা পর কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে মেট্ররেল কর্মীরা। ইতোমধ্যে মেট্রোরেলের টিকেট ব্যবস্থাও চালু হয়েছে।

এর আগে, এমআরটি পুলিশের দ্বারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) এর চার কর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় মেট্রোরেল কর্মীরা কর্মবিরতির ঘোষণা দিলেও মেট্রোরেল চলাচল অব্যাহত থাকে।

মেট্রো রেলের একজন কর্মী জানান, পাস ব্যবহার না করায় কয়েকজন এমআরটি পুলিশ সদস্য তাদের কয়েকজন সহকর্মীকে বাধা দিলে তারা কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করেছি।

স্টেশনে কর্মীদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কর্মীরা কিছু স্টেশনে পৌঁছেছেন এবং শিগগির অন্য স্টেশনে পৌঁছাবেন।

বেসরকারি চাকরিজীবী অপু আহমেদ সকাল সাড়ে ৯টার দিকে বলেন, ‘মতিঝিল স্টেশনে দেখলাম কার্ড পাঞ্চ নিচ্ছে না,মানে টিকিট লাগছে না। দায়িত্বরত কর্মীরা বলছেন,সমস্যা নেই,যান। লোকজন যাচ্ছে। আবার কাঙ্খিত স্টেশনে নেমেও যাচ্ছে।’ মতিঝিল স্টেশন থেকে কারওয়ান বাজার স্টেশনে আসার পথে তিনি এমন দৃশ্য দেখেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...