×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৭, সময় - ০৭:৫৭:৫৪রাজধানীর গুলিস্তানের স্টেডিয়াম মার্কেট থেকে গোলাপ শাহ মাজারের মধ্যকার সংযোগ সড়ক। প্রথম দেখায় মনে হতে পারে এটি হকারদের স্থায়ী কোনো মার্কেট! তবে এই ভ্রম ভাঙবে যখন ছয়লেন এই সড়কটির একলেন দিয়ে কচ্ছপ গতিতে ভিড় ঠেলে গাড়ি চলাচল করতে দেখবেন। চিত্রটি শুধু এই সংযোগ সড়কেরই নয়, পাশের আরও একটি সংযোগ সড়কেও একই অবস্থা। বায়তুল মোকাররমের প্রধান ফটক ও পশ্চিম পাশের সড়কের চিত্রও প্রায় একই। ফুটপাতসহ রাস্তা দখলের এই মহড়ায় বিপাকে সাধারণ পথচারীরা। তৈরি হচ্ছে যানজটও। তিলোত্তমা নগরী হারাচ্ছে তার সৌন্দর্য।
সম্প্রতি গুলিস্তান, পল্টন, বায়তুল মোকাররম ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, শুধু হকারদের দখলের দৌরাত্ম্য নয়; ‘মরার উপর খারার ঘা’ হয়ে অবৈধ পার্কিং জনদুর্ভোগ আরও বাড়িয়েছে। যা নিয়ে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই।
গুলিস্তানের আশেপাশের সব সড়কের বেশিরভাগ অংশ দখল করে বসানো হয়েছে দোকানপাট। রাস্তার দুইপাশে বাধাহীনভাবে অর্ধেক রাস্তা দখল করে রাস্তার ওপরেই গাড়ি পার্কিং করে মালামাল ওঠানামার কাজও করতে দেখা যাচ্ছে।
