×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৮, সময় - ১১:৩৩:৪৮ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে দুই নম্বর র্যাঙ্কধারী ইগা শিয়াতেককে হারিয়েছিলেন। ফাইনালে হারালেন ‘নাম্বার ওয়ান’ আরিনা সাবালেঙ্কাকে। একই টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকাকে হারিয়ে রাশিয়ার মিরা আন্দ্রিভা জানান দিলেন বিশ্ব টেনিসে নিজের আগমনী বার্তাও। মাত্র ১৭ বছর বয়সে উব্লিউটিএর এই ১০০০ মাস্টার্স জিতলেন আন্দ্রিভা।
১৯৯৮ সালে মার্টিনা হিঙ্গিস এবং ১৯৯৯ সালে সেরেনা উইলিয়ামসের পর তৃতীয় সর্বকনিষ্ঠ নারী প্রতিযোগী হিসেবে আন্দ্রিভা জিতলেন ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা। তবে যেভাবে তিনি টুর্নামেন্টটি জিতলেন, সেটি তো ঐতিহাসিকই। একই টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকাকে হারিয়ে শিরোপাজয়ী আন্দ্রিভা এখন ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। এই কীর্তিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড়টি হলেন আমেরিকার ট্রেসি অস্টিন।
