সেলেনা গোমেজের জনপ্রিয় অ্যালবাম রিভাইভাল প্রকাশের দশ বছর
পূর্তি উপলক্ষে ভিনাইল সংস্করণে ফিরছে নতুন রূপে। ২০১৫ সালের ৯ অক্টোবর
প্রকাশিত এই অ্যালবামটি মুক্তির পরপরই বিলবোর্ড ২০০ চার্টে এক নম্বরে জায়গা
করে নেয় এবং টানা ৬৯ সপ্তাহ চার্টে অবস্থান করে। অ্যালবামের তিনটি গান—
গুড ফর ইউ, সেইম ওল্ড লাভ এবং হ্যান্ডস টু মাইসেলফ— একের পর এক শীর্ষ
তালিকায় জায়গা করে নিয়েছিল।
গোমেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, প্রথমবারের মতো রিভাইভাল
ডিলাক্স ভিনাইল আনা হচ্ছে ভক্তদের জন্য। নতুন কাভার ডিজাইনসহ এই ভিনাইল
সংস্করণে থাকছে মোট ১৪টি গান। আগের স্ট্যান্ডার্ড সংস্করণে ছিল ১১টি গান,
আর নতুন ভিনাইলে যুক্ত হয়েছে মি অ্যান্ড মাই গার্লস, নোবডি এবং পারফেক্ট—
যেগুলো মূলত উত্তর আমেরিকায় প্রকাশিত ডিলাক্স সংস্করণে অন্তর্ভুক্ত ছিল।
তবে টার্গেট এডিশনে থাকা আউটা মাই হ্যান্ডস (লোকো) এবং কোলোন এই ভিনাইল
সংস্করণে থাকছে না।

ভক্তরা ইতিমধ্যেই অ্যালবামটি প্রি-অর্ডার করতে পারছেন সেলেনার
ওয়েবস্টোর থেকে। অক্টোবরে ভিনাইলের শিপমেন্ট শুরু হবে। উল্লেখযোগ্য বিষয়
হলো, এই ভিনাইল প্রকাশের তারিখটি গোমেজের ঘনিষ্ঠ বন্ধু টেইলর সুইফটের নতুন
অ্যালবাম দ্য লাইফ অব আ শোগার্ল-এর মুক্তির দিনটির সঙ্গেই মিলে গেছে।
এদিকে, ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ে পা রাখছেন সেলেনা গোমেজ।
সংগীতজগতের পাশাপাশি তিনি এখন ব্যস্ত তার বিয়ের প্রস্তুতি নিয়ে। বেনি
ব্ল্যাঙ্কোর সঙ্গে বিয়ের আগে নিজের ব্যাচেলোরেট পার্টির কিছু ছবি ভক্তদের
সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা।


