×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৯-০৫, সময় - ০৫:৩০:২৯
স্বাগতিক বুলগেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছে স্পেন। অপর এক ম্যাচে বৃহস্পতিবার রাতে স্লোভাকিয়ার ঘরের মাঠে তাদের কাছে দুই অর্ধে একটি করে গোল হজম করে ২-০ গোলে ম্যাচ হেরেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
 
বুলগেরিয়ার সোফিয়ায় স্বাগতিকদের চেপে ধরে স্পেন। ম্যাচের ৭৫ শতাংশ বল দখলের পাশাপাশি পুরো ম্যাচে গোলের জন্য ২৪টি শট নিয়ে ১২টি লক্ষ্যে রাখে লুইস দে লা ফুয়েন্তেরা।
ম্যাচে একটি করে গোল করেন মিকেল ওইয়ারসাবালে, মার্ক কুকুরেইয়া ও মিকেল মেরিনো। ম্যাচের প্রথমার্ধেই স্পেনের পক্ষে আসে ৩ গোল।
পরবর্তী ম্যাচ খেলতে আগামী রোববার জর্জিয়াকে ৩-২ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করা তুর্কিদের বিপক্ষে মাঠে নামবে স্পেন।
এদিকে অঘটন দেখল জার্মান ভক্তরা।
৯ বছরের বেশি সময় পর স্লোভাকিয়ার মুখোমুখি হয়ে ২-০ গোলে হেরে গেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
ম্যাচে প্রথমার্ধের ৪২তম মিনিটে দাভিদ হান্সকোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ওই গোল সরবরাহ করা দাভিদ স্ত্রেলেচ দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দুর্দান্ত এক গোল করে ম্যাচ জেতান স্লোভাকিয়াকে।
আগামী রোববার ঘরের মাঠে জার্মানি মুখোমুখি হবে নর্দান আয়ারল্যান্ডের।
একই দিনে লুক্সেমবার্গের বিপক্ষে মাঠে নামবে স্লোভাকিয়া।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...