×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-২০, সময় - ১২:১৩:১০রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক পুলিশের ওপর চাপ কমাতে কদম ফোয়ারা থেকে আবদুল্লাহপুর পর্যন্ত ২২টি ব্যস্ত মোড়ে আধা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করতে পারে সরকার।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আক্তার জানিয়েছেন, প্রাথমিকভাবে গত ১৬ মার্চ চারটি মোড়ে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা ছিল, তবে জাতিসংঘ মহাসচিবের সফরের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
মোড়গুলোতে হাতের ইশারায় ট্রাফিক ব্যবস্থাপনা ছেড়ে দেওয়া উচিত নয় উল্লেখ করে ট্রাফিক নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
