×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-২০, সময় - ১০:৩৩:৪৯ঘর থেকে বের হয়ে উঠানে এলে দেড় বছরের এক শিশুকে টেনে নিয়ে যায় শিয়াল। কিছুক্ষণ পর প্রতিবেশীরা টের পেলে পাশের জঙ্গলে শিশুকে ফেলে পালায় শিয়াল। পরে সেখানে মৃত অবস্থায় পাওয়া যায় শিশুটিকে। শিশুটির নাম। সে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরোহাসিয়া গ্রামের লিংকন মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করে শিশু আরাফ। ইফতারের পর পরিবারের সদস্যরা অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় সে ঘর থেকে উঠানে বের হয়। এ সময় একটি শিয়াল ঘাড়ে কামড় দিয়ে তাকে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের জঙ্গল থেকে আরাফের মরদেহ উদ্ধার করা হয়।
