ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিজের অভিনয় দক্ষতা
দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ
মাধ্যমেও বেশ সরব রয়েছেন।
এবার কানাডায় অবকাশ যাপনের একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার
করেছেন। যেখানে তাকে কানাডার মন্ট্রিয়ল শহরের অলিতে গলিতে ঘুরতে দেখা
গেছে। বেশ হাসি-খুশিতে ক্যামেরায় ধরা দিয়েছেন।
পরনে সাদা ড্রেস চোখে রোদ চশমা আর খোলা চুলে বেশ মানিয়েছে নুসরাত
ফারিয়াকে। ছবি শেয়ার করে ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘সাদা পোশাকে ওটা
তোমার মেয়ে।’
এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা ফারিয়ার
রূপের বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আগের চেয়েও সুন্দর লাগছে দেখতে।’
আরেকজনের কথায়, ‘সাদা পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে।’
প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি
তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।
এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে
ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত
ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।