×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৯-০১, সময় - ০৫:৫৭:৪৮সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য রাষ্ট্রগুলোর নেতারা চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন। এতে সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ এবং ক্রীড়াক্ষেত্রে বৈষম্যহীন অংশগ্রহণসহ নানা ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বের) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
ঘোষণার মূল দিকগুলোতে বলা হয়, এসসিও একটি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করবে। পাশাপাশি পর্যবেক্ষক ও সংলাপ অংশীদার মর্যাদা একীভূত করা হবে। টেকসই উন্নয়নে সহযোগিতা বাড়াতে শিল্প, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি সংরক্ষণ ও পরিচ্ছন্ন শক্তি ব্যবহারে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন সদস্য দেশগুলো। এছাড়া কৃষি, ই–কমার্স, পর্যটন ও চিকিৎসা খাতেও অংশীদারিত্ব জোরদার করা হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তাজনিত ঝুঁকি মোকাবিলায় সহযোগিতা এবং বিজ্ঞান–প্রযুক্তি উদ্ভাবন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ডিজিটাল কাস্টমস, ‘সিঙ্গেল উইন্ডো’ এবং ‘স্মার্ট কাস্টমস’ ব্যবস্থার বিকাশকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে উত্তর–দক্ষিণ ও পূর্ব–পশ্চিম করিডরসহ নতুন পরিবহন রুট নির্মাণ ও বিদ্যমান রুটের আধুনিকায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
এছাড়া জাতিসংঘকে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। নাজিবাদ মহিমাকীর্তন প্রতিরোধে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবকে স্বাগত জানানো হয়।
সবশেষে, ক্রীড়াক্ষেত্রে বৈষম্যহীন প্রতিযোগিতা আয়োজন এবং সবার জন্য উন্মুক্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
