অস্ট্রেলিয়ার একটি আঞ্চলিক শহরে ফুটবল খেলা হঠাৎ করেই থেমে গেল এক
অদ্ভুত কারণে। ক্যানবেরার কাছাকাছি জেরাবোমবেরা রিজিওনাল স্পোর্টস
কমপ্লেক্সে ফুটবলাররা যখন নামতে যাচ্ছিলেন, তখনই দেখা গেল মাঠের একেবারে
অর্ধেক লাইনের ঠিক মাঝখানে রাখা আছে এক মূল্যবান ডিম। সেটি আবার সাধারণ
কোনো ডিম নয়, বরং স্থানীয় সুরক্ষিত প্রজাতির পাখি প্লোভারের ডিম।
আর যার ফলে কুইনবিয়ান-পেলারাং রিজিওনাল কাউন্সিল নিশ্চিত করেছে,
বিপন্ন এই পাখিটির ডিম নড়াচড়া করা যাবে না। স্থানীয় বন্যপ্রাণী সংস্থা
ওয়াইল্ডকেয়ার পরামর্শ দিয়েছে, ডিম সুরক্ষিত রাখতেই খেলা অন্য মাঠে সরিয়ে
নিতে হবে। ফলে নির্ধারিত ম্যাচগুলো কাছাকাছি আরেকটি পিচে আয়োজন করা হয়।
কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিম ফুটতে সাধারণত প্রায় ২৮
দিন সময় লাগে। তবে ছানা জন্মানোর পরও প্লোভার পরিবার দীর্ঘদিন একই
জায়গায় অবস্থান করে, তাই কবে মাঠটি আবার খেলার জন্য উন্মুক্ত হবে, তা
এখনই বলা কঠিন।
ওয়াইল্ডকেয়ারের এক মুখপাত্র বলেন, ‘প্লোভারদের বাসা
একবার নষ্ট হলে মা-বাবা ছানাকে ত্যাগ করে চলে যায়। এ কারণেই মাঠের
খেলাগুলো সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।’
এ জাতীয় আরো খবর..