×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-২১, সময় - ১১:১৬:৫০

রাজধানীসহ সারাদেশের বাজারে এখন ভরপুর তরমুজ। দামেও স্বস্তি; নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, সবার হাতের নাগালে তরমুজ। এবার কেউ ১০০ টাকা দিয়েও তরমুজ কিনতে পারছেন।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানিয়েছেন, বর্তমানে অলিগলিতে ভ্যান করে তরমুজ বিক্রি বেশি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কারওয়ান বাজার, ধানমন্ডি, রায়েরবাজার, মোহাম্মদপুর, হাতিরপুলসহ বিভিন্ন বাজারে তরমুজে ভরপুর। বাজারের পাশাপাশি অলিগলিতেও ভ্যানে তরমুজ বিক্রি হচ্ছে। কিছু মুদি দোকানে তরমুজ পাওয়া যাচ্ছে। ছোট-বড় নানা সাইজের তরমুজে ভরপুর বাজার, আর দামেও রয়েছে স্বস্তি। ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে ভালো মানের তরমুজ পাওয়া যাচ্ছে।


নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...