×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-২২, সময় - ০৮:৫৭:৪২সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজই শুরু হয়নি, তার আগেই এ সংক্রান্ত প্রায় সাড়ে তিনশ দাবি-আপত্তি জমা পড়েছে নির্বাচন কমিশনে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেছেন, তারা ডিসেম্বরে সংসদ নির্বাচন ধরে এর মাস ছয়েক আগেই সীমানাসংক্রান্ত দাবি-আপত্তি নিষ্পত্তি করতে চান।
কিন্তু কীভাবে এসব আবেদন নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না এ এম এম নাসির উদ্দিন কমিশন।
এর কারণ হিসেবে কমিশনের কর্মকর্তারা বলছেন, এখনো আনুষ্ঠানিকভাবে সীমানার খসড়া প্রকাশ করা যায়নি। শেষ হয়নি ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন’ সংশোধনের কাজও।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, সীমানাসংক্রান্ত বিষয়ে এখনও আপডেট আমরা পাইনি। কেবিনেট থেকে যেসব কোয়েরি করেছে, সেগুলোর জবাব পাঠিয়েছি ইতোমধ্যে। এখন আমরা অপেক্ষায় আছি সিদ্ধান্তের।
গত ২০ ফেব্রুয়ারি সরকারের কাছে সংশোধন প্রস্তাব পাঠায় ইসি।
জমা পড়েছে সাড়ে তিনশ আবেদন: গাইবান্ধা, সিরাজগঞ্জ, বরগুনা, বরিশাল, পিরোজপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, সিলেট ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার অন্তত ৬০টি আসন নিয়ে দাবি-আপত্তি রয়েছে।
