ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ায় চূড়ান্ত সায় দিয়েছে
নির্বাচন কমিশন (ইসি)। খসড়াটি আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এর
মধ্য দিয়েই শুরু হবে নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক প্রক্রিয়া।
বুধবার (২৭ আগস্ট) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে ইসি জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সাথে
নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে। শুরুতে সুশীল সমাজের প্রতিনিধি এবং
গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংলাপ হবে। পরে রাজনৈতিক দলের সঙ্গে।
এছাড়াও সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে শেষ দিনের শুনানি চলছে ইসিতে।
এদিন শুনানিতে শুধু সাঁথিয়াকে নিয়ে পাবনা-১ আসন গঠনের দাবি এলাকার
জামায়াত সমর্থিতরা। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর
রহমান মোমেন ইসির শুনানিতে অংশ নিয়ে বেড়া ও সুজানগর মিলে আরেকটি আসন করার
কথাও বলেন। তবে ইসির প্রকাশিত খসড়া সীমানা অনুযায়ী সাঁথিয়া ও বেড়া উপজেলার
একটি অংশ ইসির প্রতি সমর্থন জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া সীমানার
দাবি ও আপত্তি শেষ দিনের শুনানি শুরু হয় সকাল ১০ টায়। শুনানিতে উপস্থিত
ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন
কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিরাজগঞ্জ-২ ও ৬ আসনের বাসিন্দারা ২০০১ সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চেয়েছে শুনানিতে।
এছাড়া কুড়িগ্রাম-৪ আসনের বাসিন্দারা ২০১৪ সাল অনুযায়ী চিলমারী উপজেলার
রানিগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম ৩ আসনের সাথে যুক্ত
করার আবেদন জানান। দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে
ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য গত ৩০ জুলাই সীমানার খসড়া প্রকাশ করে
নির্বাচন কমিশন।
প্রসঙ্গত: গত ২১ আগস্ট সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করে
ইসি। সাধারণত ভোটার তালিকা, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনের সঙ্গে
সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ,
আইন শৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে-পরে
প্রস্তুতির তালিকা রয়েছে রোডম্যাপে।