×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-২৫, সময় - ১১:১৯:৪৭ঈদের আমেজে বিক্রি বেড়েছে নতুন গাড়ির বাজারেও। ক্রেতা টানতে কোনো কোনো প্রতিষ্ঠান দিচ্ছে মূল্যছাড়সহ বিভিন্ন অফার। আবার কোনো কোনো কোম্পানির চলমান অফারেই ঈদের আগে ক্রেতা সমাগম বেড়েছে শো-রুমে।
রাজধানীর গাড়ির শো-রুমগুলো সরজমিনে ঘুরে দেখা যায়, কেনার আগে নানাভাবে ক্রেতারা দেখে নিচ্ছেন পছন্দের গাড়ি। কেউ আবার কেনার পরিকল্পনা পাকা করার আগে দেখে যাচ্ছেন শো-রুম ঘুরে।
বাজার তথ্য, গত দুই বছর ধরেই নতুন গাড়ির দিকে ঝুঁকছেন ক্রেতারা। কারণ, ডলারের দাম বেড়ে যাওয়ার পর থেকে প্রায় কাছাকাছি দামে বিক্রি হচ্ছে রিকন্ডিশন ও ব্র্যান্ড নিউ।
