×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০১-২৫, সময় - ০৯:৪৬:৫৭তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে অন্তর্বর্তী সরকার সবসময় থাকবে।’ তিনি বলেন, ‘শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না।’
শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত করে তাদের স্বজনদের সঙ্গে আলাপ করছিলেন তথ্য উপদেষ্টা।
এর আগে সকালে কবর জিয়ারত ও নিহতদের স্বজনের সঙ্গে কথা বলতে রায়েরবাজার যান নাহিদ ইসলাম। কবর জিয়ারতের পর তিনি নিহতদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।
তথ্য উপদেষ্টা জানান, রায়েরবাজার কবরস্থানে দাফন করা নাম-পরিচয় না জানা শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান।
শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী মাসের শুরুতেই শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা কার্যক্রম চালু হবে।
