×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-৩০, সময় - ০৭:৩৯:২১ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় অন্তত চারজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন– গৌরীপুরের দুর্বারচরের মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), মোসাম্মৎ দিলরুবা (৪০), প্রীতি (৭) ও রীতি (১৪)। এই দুর্ঘটনায় আহত মাহি (১৬) ও শ্যামলী (২০) নামের দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা নগরীর নাটক ঘরলেন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঈদ করার জন্য আজ ভাগনামারি গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
