×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-২৫, সময় - ০৭:২০:৫৭ইনস্টাগ্রামের ‘স্টোরি’তে প্রায়ই নানা মজার রসিকতা ভাগ করে নেন প্রিয়াঙ্কা। ওয়েব সিরিজ ‘দ্য অফিস’-এর একটি দৃশ্য শেয়ার করে সেখানে লিখেছেন, ‘কারো সঙ্গে প্রথম দিন দেখা হলেই বোঝা যায় এটাই আসলে শেষ দেখা।’ এখন প্রশ্ন, কাকে খোঁচা দিয়েছেন অভিনেত্রী?
কিছুদিন আগে প্রিয়াঙ্কার আরো একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। কেউ অসম্মান করলে তাকে জীবন থেকে বাদ দিয়ে দিতে দুবার ভাবেন না তিনি। দাবি করেছিলেন সেই পোস্টে।

অভিনেত্রীর শেয়ার করা সেই পোস্টে লেখা ছিল, ‘সাধারণত আমি খুবই ভালো এবং বুঝদার মানুষ। কিন্তু একবার আমাকে অসম্মান করে দেখুন। আপনি বুঝে যাবেন, কেন আমার জীবনে মাত্র তিনটা বন্ধু।
