×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-২৫, সময় - ০৭:২০:৫৭
ফের এক রহস্যময় পোস্টে জল্পনা উসকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কার উদ্দেশে তার এই মন্তব্য, প্রশ্ন তুলছেন অনুরাগীরা। কয়েক দিন পর পর বেশ কিছু রহস্যময় পোস্ট করেছেন ‘দেশি গার্ল’। তাই অনুরাগীদের মধ্যে তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে

ইনস্টাগ্রামের ‘স্টোরি’তে প্রায়ই নানা মজার রসিকতা ভাগ করে নেন প্রিয়াঙ্কা। ওয়েব সিরিজ ‘দ্য অফিস’-এর একটি দৃশ্য শেয়ার করে সেখানে লিখেছেন, ‘কারো সঙ্গে প্রথম দিন দেখা হলেই বোঝা যায় এটাই আসলে শেষ দেখা।’ এখন প্রশ্ন, কাকে খোঁচা দিয়েছেন অভিনেত্রী?

কিছুদিন আগে প্রিয়াঙ্কার আরো একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। কেউ অসম্মান করলে তাকে জীবন থেকে বাদ দিয়ে দিতে দুবার ভাবেন না তিনি। দাবি করেছিলেন সেই পোস্টে। 

 

Priyanka Chopra On 'Love Again,' 'Citadel,' & Career Ambition

 

অভিনেত্রীর শেয়ার করা সেই পোস্টে লেখা ছিল, ‘সাধারণত আমি খুবই ভালো এবং বুঝদার মানুষ। কিন্তু একবার আমাকে অসম্মান করে দেখুন। আপনি বুঝে যাবেন, কেন আমার জীবনে মাত্র তিনটা বন্ধু।

জাতীয় পুরস্কারের মঞ্চে শাহরুখ খান সম্মানিত হওয়ার পরেই এই মন্তব্য করেছিলেন প্রিয়াঙ্কা। তার পর থেকে তার সোশ্যালে পর পর রহস্যময় পোস্ট। তাই এবার তিনি কার সঙ্গে ‘শেষ দেখা’ হওয়ার ইঙ্গিত দিয়েছেন, সেই প্রশ্নও উঠেছে।উল্লেখ্য, একটা সময়ে শাহরুখ খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল প্রিয়াঙ্কার। বলিউডে নাকি এই সম্পর্ক ‘সর্বজনবিদিত’ ছিল।
কিন্তু শাহরুখ-পত্নী গৌরী খান বিষয়টি ভালোভাবে নেননি। গৌরীর হস্তক্ষেপে ফের দূরত্ব তৈরি হয় শাহরুখ-প্রিয়াঙ্কার মধ্যে। এই কারণে নাকি বলিউড ছেড়ে যেতে বাধ্য হন দেশি গার্ল। তার পরে হলিউডে গিয়ে নিজের পরিচিতি তৈরি করেন। 

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...