×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-০৯, সময় - ১১:৪৮:৩৮

দীর্ঘ সময় পেরোনোর পর বিয়ে করছেন বলিউড মেগাস্টার সালমান খান। এবার সে খবরেই সিলমোহর দিয়েছেন অভিনেতা। যে কারণে দুবাইয়ে অবসর সময় কাটানোর পর নিজ দেশ ভারতে ফিরেছেন তিনি।

শনিবার (৭ ডিসেম্বর) ছিল ইউলিয়ার বাবার জন্মদিন। আর এ জন্মদিনে অংশ নিতে দুবাই উড়াল দেন মেগাস্টার। এদিকে বাবার জন্মদিন উদযাপন করার পর ইনস্ট্রাগ্রামে দুটি ছবি পোস্ট করেন ইউলিয়া।

পোস্ট করা দুটি ছবিতে দেখা যায়, শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই জন্মদিন পালন করা হয়েছে ইউলিয়ার বাবার। আর সে পারিবারিক অনুষ্ঠানেই অংশ নিয়েছেন সালমান। যা সালমান ভক্তদের মনে উসকে দিয়েছে অসংখ্য জল্পনা।

তবে সালমানের বিয়ে না করার ঘোষণা বারবারই বিয়ের গুঞ্জনে পানি ঢেলে দেয়। দীর্ঘ সময় ধরেই তাই আলোচনায় নেই ইউলিয়া। তবে হঠাৎই ইউলিয়ার বাড়িতে দেখা গেল সালমানকে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...