×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১০, সময় - ১১:৩৯:২৭আনুষ্ঠানিকভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজকের নাম চূড়ান্ত ঘোষণা করতে যাচ্ছে ফিফা। আগামীকাল বুধবার (১১ ডিসেম্বর) বর্ধিত সভায় বিশ্বকাপের আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোর নাম ঘোষণা করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এই আসরের তিনটি ম্যাচ আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে। একই কংগ্রেসে ঘোষণা আসবে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ নিয়েও। কাতার ও মরক্কোর পর তৃতীয় আরব দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরবও।
২০৩০ সালে হবে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ পূর্তি। ১৯৩০ সালে উরুগুয়েতে বসেছিল বিশ্বকাপের উদ্বোধনী আসর। শতবর্ষের বিশ্বকাপে আয়োজনও বিশেষ হওয়া চাই। ফলে গত কয়েক বছর ধরে পরিকল্পনা চলছে সেভাবেই। তারই আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে ১১ ডিসেম্বর ফিফার বর্ধিত সভায়।
স্পেন, পর্তুগাল এবং মরক্কোয় বসবে ২০৩০ বিশ্বকাপ। অনেক আগে থেকেই এই বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়ে আছে। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এই আসরে একটি করে ম্যাচ নিজেদের দেশে খেলার সুযোগ পাবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। এসব বিষয়েও এবার আনুষ্ঠানিক ঘোষণা দেবে ফিফা। অর্থাৎ ইউরোপ-আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা এই তিন মহাদেশজুড়ে আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপের ২৪তম আসর।
প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হচ্ছে পর্তুগাল। বিশ্বকাপ আয়োজনের সুযোগকে ঐতিহাসিক মনে করে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ, ‘ আমাদের সবার লক্ষ্য এক। তিন দেশ বা দুই মহাদেশ এখানে ফ্যাক্টর নয়। ২০৩০ বিশ্বকাপ হবে ঐতিহাসিক। সেটা সব দিক থেকে।’
