×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-২০, সময় - ১১:৩৬:০৮

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সাম্পানে ফটোসেশন হলো ‘ চ্যাম্পিয়ন্স ট্রফি’। এই প্রথম জনসম্মুখে এলো চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে প্রদর্শনের জন্য নয়, শুধুমাত্র ফটোসেশনের জন্য। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সৈকতের লাবনী পয়েন্টের একটি তারকামানের রেস্টুরেন্টের সাম্পানে এ ফটোসেশন করা হয়। এসময় জোরদার করা হয় নিরাপত্তা।

সরেজমিনে দেখা যায়, সাম্পানের ওপর চ্যাম্পিয়ন্স ট্রফিটি রাখা হয়। সেখানে বেশ কিছুক্ষণ ছবি ও ভিডিও কাজ করে আইসিসির প্রতিনিধি দলের টিমের সদস্যরা। এসময় চারপাশে দূর থেকে পর্যটকরা দেখেন ট্রফিটি। কিন্তু নিরাপত্তা স্বার্থে তাদেরকে সরিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী। আবার অনেকেই দূর থেকে ট্রফির ছবিও তুলেন।

আয়েশা ছিদ্দিকা বলেন, সাম্পানের ওপর চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হয়েছে। তা স্বচক্ষে দেখতে পারছি। এটা দেখে গর্ববোধ করছি।

কাসুন্দি রেস্টুরেন্টের সহকারী ম্যানেজার ফজলে রাব্বী বলেন, এতো দিন টেলিভিশনের পর্দায় চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতাম। কিন্তু এখন চোখের সামনে দেখলাম। খুবই আনন্দ লাগছে। তার ওপর আবার আমাদের রেস্টুরেন্টে সাম্পানের ওপর রেখে ফটোসেশন হয়েছে এটাও সত্যি অনেক আনন্দের।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...