×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১১, সময় - ১১:৩২:৩৩

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তবে এর আগে ক্ষমতার টিকে থাকতে মরণ কামড় দেয় সরকার। পুলিশসহ বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দেয় জনতার ওপর। তারা সাধারণ মানুষের ওপর নারকীয় হামলা চালায় দেশের বিভিন্ন স্থানে। পতনের মাত্র একদিন আগে ৪ আগস্ট গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় যে নারকীয় ঘটনা ঘটে, এর সাক্ষী হয়ে আছেন ওমর ফারুক।

সরকার পতনের মধ্য দিয়ে নতুন দেশের জন্ম হয়েছে। তবে সে দেশ দেখতে পাচ্ছেন না ২১ বছরের এই যুবক। পুলিশের ছোড়া ছররা গুলি ওমর ফারুকের দুই চোখের আলো কেড়ে নিয়েছে। তার দুই চোখে মোট ১২টি গুলি লাগে।

ঘটনার প্রায় পাঁচ মাস পরেও ওমর ফারুক এখনো হাসপাতালে কাতরাচ্ছেন। চিকিৎসা নিচ্ছেন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। হাসপাতালটির চতুর্থ তলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের চিকিৎসা চলছে৷ সেখানে ২২নং বিছানায় শুয়ে আছেন ওমর ফারুক।

ওমর ফারুক জানান, তার গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। ৪ আগস্ট গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় পুলিশের ছোড়া ছররা গুলিতে আহত হন তিনি। পুরো শরীরে আঘাত করে ক্ষুদ্র বুলেট। আঘাত লাগে দুই চোখেও। আমার ডান চোখে ৭টা আর বাম চোখে ৫টা গুলি লাগে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...