×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১৪, সময় - ০৯:৫৩:৪০বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। ফলে মধ্যপ্রাচ্যের বড় এই শ্রমবাজারে কমে গেছে বাংলাদেশি কর্মী প্রেরণ। পাশাপাশি দেশটিতে থাকা প্রবাসীরাও প্রতিষ্ঠান ও নিয়োগদাতা পরিবর্তনের সুযোগ বঞ্চিত হচ্ছেন। অবশ্য, বাংলাদেশ মিশন বলছে, সমস্যা নিরসনে কূটনীতিক পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তারা।
ভ্রমণ কিংবা চাকরির ক্ষেত্রে অনেকের পছন্দের তালিকায় শীর্ষে থাকে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু বেশ কিছু দিন ধরে দেশটিতে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। এতে ভ্রমণে আগ্রহীরা যেমন হতাশ হচ্ছেন, তেমনি পিছিয়ে পড়ছেন কর্মসংস্থান প্রত্যাশীরাও। শুধু আমিরাত ঘোষিত চলমান সাধারণ ক্ষমার আওতায় থাকা প্রবাসী ও দুবাই থেকে শিক্ষাগত সনদধারী চাকরি প্রত্যাশীদের ভিসা দেওয়া হচ্ছে।
আল মানামা বিজনেসম্যান সার্ভিস এলএলসি বিজনেস কনসালটেন্ট কামাল হোসাইন খান সুমন বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নাগরিকদের জন্য দেশের বাইরের সব ধরনের ভিসা প্রায় বন্ধ বলা যায়।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, বছরের ব্যবধানে বহির্বিশ্বে বাংলাদেশি কর্মী প্রেরণ কমেছে প্রায় ৪ লাখ। চলতি বছর নভেম্বর পর্যন্ত বিদেশে পাড়ি দিয়েছেন ৯ লাখের মতো কর্মী।
