×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১৬, সময় - ০৭:৫০:৩১

নতুন গাড়ি কেনা মানেই স্বপ্নপূরণ। এক সময় গাড়ি কেনা মানে ছিল পাহাড়সমান টাকার ধাক্কা। কিন্তু এখন সে কাজ বিশেষ কষ্টসাধ্য নয়; বরং গাড়ি এখন প্রতিদিনের ‘প্রয়োজনীয় সঙ্গী’ হয়ে উঠেছে।

আজকাল থোক টাকা না থাকলেও ঋণ বা লোন এবং কিস্তি সুবিধা থাকায় আরও সহজ হয়ে উঠেছে গাড়ি কেনার পরিকল্পনা। তাই অনেকেই নতুন চাকরি পেয়েই গাড়ি কেনার কথা ভাবেন। কিন্তু বাজারে এত গাড়ির মধ্যে কোন গাড়িটা কিনবেন? আর সল্প আয়ে কিস্তিই বা কীভাবে ম্যানেজ করবেন সেই চিন্তা কিন্তু থেকেই যায়। মাল্টিনিউজ২৪ডটকমের পক্ষ থেকে তাই গাড়ি কেনার আগে রইল কিছু টিপস।

অনেকেই লোনে গাড়ি কিনবেন ভেবে দামি গাড়ি কিনে ফেলেন। সেক্ষেত্রে পরবর্তী কালে প্রতি মাসে বড় অংকের কিস্তি দেওয়ার কারণে তাদের বাজেটে গোলমাল হয়। পার্সোনাল ঋণ নিতে হয় এমনকি কোনো জরুরি পরিস্থিতি হলে মুশকিলে পড়তে হয়। তাই নতুন বছরে ঝকঝকে গাড়ি বাড়িতে নিয়ে আসার আগে মাথায় রাখুন এই বিষয়গুলো।


নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...