×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১৭, সময় - ০৭:৩৬:৫৬

আগামী বছরের হজ নিবন্ধনের সময়সীমা শেষ হলেও প্রায় ৫১ হাজার হজ কোটা পূরণ হয়নি। ফলে প্রায় ১৫০০ বেসরকারি হজ এজেন্সির প্ল্যাটফর্ম হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) তাদের ব্যবসায় ক্ষতি হওয়ায় হতাশা প্রকাশ করেছে।

বিভিন্ন হজ এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, হজ প্যাকেজের উচ্চমূল্যসহ নানা কারণে মানুষ হজ নিবন্ধন করতে আগ্রহ দেখাচ্ছেন না।

আশকোনা হজ ক্যাম্পের হজ অফিস সূত্রে জানা গেছে রবিবারের (১৫ ডিসেম্বর) মধ্যে সরকারি ব্যবস্থাপনার অধীনে মাত্র ৪ হাজার ৮০০ জন তাদের ব্যাংক পেমেন্ট সম্পন্ন করেছেন এবং বেসরকারি হজ ব্যবস্থাপনায় ৭১ হাজার ৮০০ জন নিবন্ধন করেছেন।

বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে চুক্তি অনুযায়ী, ২০২৫ সালে ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি হজ করতে পারবেন। যাদের মধ্যে ১০ হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে পারবেন। সাড়া না পাওয়ায় সরকার নভেম্বর থেকে নিবন্ধনের সময়সীমা তিন বার বাড়িয়েছে।

বেসরকারি ব্যবস্থাপনায় একজন বাংলাদেশি হজযাত্রীকে সাধারণ প্যাকেজের জন্য ৫ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ প্যাকেজের জন্য ৭ লাখ টাকা দিতে হয়। সরকারের প্যাকেজ শুরু ৪ লাখ ৭৮ হাজার টাকা থেকে, আরেকটি প্যাকেজে খরচ ৫ লাখ ৭৫ হাজার টাকা।

গত বছরের তুলনায় এসব প্যাকেজের খরচ কমেছে যথাক্রমে ১ লাখ টাকা ও ১১ হাজার ৭১০ টাকা।

তবে হাব নেতারা বলছেন, সরকারি হজ প্যাকেজে ৪০ হাজার টাকার খাবার খরচ অন্তর্ভুক্ত করা হয়নি।

হাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘অধিকাংশ হজযাত্রী প্রবীণ। এ বছর হারাম শরীফ থেকে তিন কিলোমিটার দূরে আবাসন ব্যবস্থা তাদের জন্য চ্যালেঞ্জিং। সরকার এর মাধ্যমে হজ প্যাকেজের দাম কমানোর চেষ্টা করেছে। সাধারণত, সরকারি হজযাত্রীদের মক্কা ও মদিনায় হারাম শরীফের দেড় কিলোমিটারের মধ্যে রাখা হতো।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...