×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-২০, সময় - ০৪:২০:০২ইরান থেকে বিতাড়িত হয়ে আফগানিস্তানে ফিরে আসা অভিবাসীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়েছে। পশ্চিম আফগানিস্তানে একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ৭১ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে হেরাত প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৭টি শিশু রয়েছে। খবর আলজাজিরার।
হেরাতের প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সায়েদি জানান, ইরান থেকে আসা বাসটি ইসলাম কালা সীমান্তক্রসিং পেরিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাচ্ছিল।
হেরাত প্রদেশের পুলিশ জানায়, অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে। অভিযুক্তদেরে শনাক্ত করে শাস্তির আওতায় একাধিক দল কাজ করছে।
