×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-২০, সময় - ০৪:১০:৩০

‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুর ক্ষোভ উগরে দিলেন ভারতের সংগীতজগতের বঞ্চনা নিয়ে। একের পর এক হিট গান গেয়েও তিনি জানালেন -গায়করা ন্যায্য সম্মান পান না, পারিশ্রমিক পান না, রয়্যালটি তো দূরের কথা।

বলিউডে এক দশক ধরে জনপ্রিয় গান উপহার দিয়েছেন কণিকা। ‘বেবি ডল’, ‘চিট্টিয়া কলাইয়া’, ‘লাভলি’, ‘দেশি লুক’, ‘বিট পে বুটি’ এখনও বাজলেই শ্রোতাদের মুখে হাসি ফোটে। অথচ এই গানগুলোর জন্য ন্যায্য পারিশ্রমিক পাননি শিল্পী নিজেই।
এক সাক্ষাৎকারে কণিকা কাপুর জানান, অনেক সময় গানের চুক্তিপত্রে পারিশ্রমিক হিসাবে লেখা হয় মাত্র ₹১০১ টাকা। আরও বিস্ফোরক তথ্য দিয়ে তিনি বলেন- ভারতের সবচেয়ে বড় গায়ক-গায়িকাও বহু হিট গানে বিনা পারিশ্রমিকে কণ্ঠ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...