×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-২০, সময় - ০৪:০৯:৫২
লিভারপুলের অ্যানফিল্ডে প্রায় বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করেছিল মোহাম্মদ সালাহ। তবে নাটকীয়ভাবে অলরেডদের সঙ্গে মিশরীয় তারকার নতুন চুক্তি হয়েছে গত মৌসুমে। এরপর ২৯ গোল এবং আরও ১৮ গোলে অবদান রেখে তিনি লিভারপুলকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিলেন। এবার রেকর্ড তৃতীয়বারের মতো জিতলেন ইংল্যান্ডের ‘প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ)’-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।
ম্যানচেস্টারে গতকাল (মঙ্গলবার) এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে সালাহ দুইবার করে পিএফএ পুরস্কার জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি এবং গ্যারেথ বেলসহ ছয়জনকে ছাড়িয়ে গেলেন। এর আগে ২০১৮ ও ২০২২ সালে এই পুরস্কারের জন্য সর্বোচ্চ ভোট পেয়েছিলেন লিভারপুল ফরোয়ার্ড। প্রতিক্রিয়ায় ৩৩ বছর বয়সী সালাহ জানান, ‘আমি নিজের দেখি তাকালাম এখন, মিশর থেকে এসে এক ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে আজ ইতিহাস গড়ল। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।’
পিএফএ’র বর্ষসেরা একাদশেও আধিপত্য ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলের। আর্নে স্লটের দল থেকে পুরস্কার জিতলেন সালাহ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ। ২০১৭ সালের পর এই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় পিএফএ’র বর্ষসেরা একাদশে জায়গা পায়নি। অবশ্য পেপ গার্দিওলার দলটি ভুলে যাওয়ার মতো মৌসুম কাটিয়েছে গতবার।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...