×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১৮, সময় - ১১:২৭:১০

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা জেনারেল ইগর কিরিলোভকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন; প্রতিক্রিয়ায় কিয়েভকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

এ অবস্থায় উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের পাশাপাশি বিজ্ঞানী ও কেমিস্টদের নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কুরস্কের সাফল্যের পর রুশ ভূখণ্ডে গুপ্ত হামলা চালিয়ে রাশিয়াসহ পুরো পৃথিবীকে একটি স্পষ্ট বার্তা দিতে সক্ষম হয়েছে কিয়েভ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাশিয়ার মস্কোয়, এক সহকারীকে নিয়ে নিজের আবাসিক ভবন থেকে বের হচ্ছিলেন রুশ পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফট্যানেন্ট জেনারেল ইগর কিরিলোভ।

গাড়িতে উঠবেন ঠিক তার আগ মুহূর্তে আচমকা এক বিস্ফোরণ। ঘটনাস্থলেই সহকারীসহ নিহত রুশ প্রতিরক্ষা বিভাগের এই হাই-প্রোফাইল জেনারেল।

হামলার পর প্রকাশিত ড্যাসক্যাম ভিডিও পর্যবেক্ষণ ও প্রাথমিক তদন্তের পর মস্কোর গোয়েন্দা বিভাগ জানায়, গাড়ির পাশে পার্ক করা একটি বৈদ্যুতিক স্কুটারে আগে থেকেই রাখা ছিল ৩শ’ গ্রাম ওজনের বিস্ফোরক।

মূল ঘটনাস্থলের দূর থেকে ঘটানো এই পূর্বপরিকল্পিত গুপ্তহত্যার দায় স্বীকার করেছে ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগ, সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন বা এসবিইউ।

এমনকি এই গুপ্ত হামলার আগের দিন টেলিগ্রাম পোস্টে কিয়েভের সিকিউরিটি সার্ভিস দাবি করে, নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ইউক্রেনীয় সেনাদের হত্যার পেছনে জেনারেল কিরিলোভ পরোক্ষভাবে জড়িত ছিলেন।

রুশ জেনারেল ও তার সহকর্মী নিহত হওয়ার পর এ ঘটনার তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে মস্কো। ভিন্ন এক প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিরিলোভ নির্ভীক যোদ্ধার মতো মাতৃভূমির জন্য লড়েছেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...