×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১৮, সময় - ১১:১৭:২৭

তাবলিগ জামাতের দুই পক্ষে সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপটে টঙ্গীর ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সাদপন্থীরা। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থিতিতে তাবলিগের সাদপন্থীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। পরে একই জায়গায় তাবলিগের জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইজিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও ছিলেন বৈঠকে।

বৈঠকের পর সাদপন্থীদের প্রতিনিধি রেজা আরিফ উপদেষ্টার বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধে মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। হতাহতের ঘটনা খুবই দুঃখজনক। আমরা মাঠ ছেড়ে দিচ্ছি।’

রেজা আরিফ আরও বলেন, অতীতে আমরা সরকারের কথা রেখেছি, সরকারের এই কথাটুকুও আমরা রাখছি। আমরা এরই মধ্যে সেখানে উপস্থিত সাথীদের বলে দিয়েছি মাঠ ছেড়ে দেওয়ার জন্য। আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করছে। এখন এখানে সিদ্ধান্ত হয়েছে, সরকার মাঠের দায়িত্ব নেবেন, কেউ এখন মাঠে থাকবে না।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...