×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-২১, সময় - ১০:১৩:৪৬বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। কনকনে ঠাণ্ডার সঙ্গে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এর মধ্যে ঘন কুয়াশা ও তীব্র শীতে কুয়াকাটায় আসা পর্যটকরা বিপাকে পড়ছেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে উপকূলের আকাশ জুড়ে দেখা যায় ঘন কালো মেঘ। ভোর রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে উপকূলজুড়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার স্থানীয় কৃষক, নিম্নআয়ের মানুষ ও কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা।
